শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
গিয়াস উদ্দীন কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের প্রধান সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কিছুদূর পরপর শুধু গর্ত আর গর্ত। ছোট গর্ত থেকে আত্মরক্ষা করতে চেয়ে পড়ে যায় বড় গর্তে। চিত্রটি দীর্ঘদিনের।বিশেষ করে বর্ষাকালে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় শহরের সড়ক হয়ে চলাচলকারীদের। ঘটে দুর্ঘটনা। গর্তে পড়ে উল্টে যায় যানবাহন।তবে, সহসা এ সড়কের স্থায়ী উন্নয়নের কাজ শুরু করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ঢাকা থেকে ফাইল ছাড়ের অপেক্ষা মাত্র।তবু, কিছুট হলেও জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে কউক। ইতোমধ্যে হলিডে মোড় থেকে বাজারঘাটা হয়ে কেন্দ্রীয় বাসস্টেশন পর্যন্ত সড়কের যেখানে খুব বেশি জরাজীর্ণ অবস্থা সেখানে সংস্কার করা হয়েছে। এতেকরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।এ প্রসঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের নিকট জানতে চাইলে বলেন, সড়কের উন্নয়নের ফাইল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। সেখানকার ছাড় পাওয়ার ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে।এদিকে, দুর্ভোগ বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে হলেও সড়কের সংস্কার করায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শহরবাসী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।