শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
সুদীর্ঘ ১৬ বছর ৭ মাস ৮ দিন পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই প্রথম মুক্ত আকাশে বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার সময় উপজেলার ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
তিনি বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই। শাসকগোষ্ঠী ভিন্ন মতলম্বীদের কন্ঠনালী চেপে ধরেছিল। উনি বলেছিলেন শেখের বেটি দেশ ছেড়ে পালায় না। কিন্তু উনি দেশ ছেড়ে ও নিজ দলের কর্মী সমর্থক ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিম সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, নীলফামারী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা এন্তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ওয়াহেজ্জামান বাবু, অধ্যক্ষ আনোয়ার হোসেন, এ্যাড, মামুন-অর-রশিদ, অধ্যাপক কাজী, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, হিন্দু সাম্প্রদায়ের পক্ষ থেকে আকাশকুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কামিনী মোহন রায়, কিশোরগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, ডা: হযরত আলী, মোখলেছার রহমান, হাফেজ আব্দুল হক, হযরত মাওলানা আবু হানিফ শাহ্, অধ্যাপক সাদের হোসেন, আব্দুল কাদিম, এ্যাড. আল-ফারুক আব্দুল লতিফ, আলহাজ্ব মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য। সম্মেলন সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকুনুজ্জামান বকুল।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।