রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
নীলফামারি জেলা ডিমলা উপজেলার ২০০শত পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
করোনা সংক্রমণ পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে ডিমলা উপজেলার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম আরম্ভ করেছে ডিমলা আওয়ামী লীগ।
রবিবার (২রা মে) সকাল ১১ টায় ডিমলা উপজেলা চত্ত্বরে আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার -ডিমলা) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আফতাব উদ্দিন সরকার। তিনি বলেন,
এই চলমান মহামারী করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে এই উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন- নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কোথাও কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না।
আওয়ামীলীগ নেতৃবৃন্দরা জানান, চলমান লকডাউনে গত বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’হিসেবে যেসব প্রান্তিক জনগোষ্ঠির বা পিছিয়েপড়া জনগণের কথা চিন্তা করে উপজেলার ২০০শত পরিবারের সদস্যের মাঝে চাল, তেল, ডাল,সেমাই, লবন,আলু সহ একটি করে প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়।
বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।