মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
(জামান মৃধা, ডিমলা প্রতিনিধি)
নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ করেছে ডিমলা কৃষি অধিদপ্তর।
সোমবার (৩১শে মে) উপজেলা পরিষদ মাঠে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও রংপুর বিভাগ কৃষি গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের ২৯টি কৃষক গ্রুপের প্রত্যেকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের মালটা চারা ২টি, আমের চারা ১টি, পেয়ারা চারা ১টি, লিচু চারা ১টি ও ১টি করে অর্জুন গাছের চারা বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রাণী রায়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।