সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি)
নীলফামারীর ডিমলা উপজেলায় (২৯শে জুন-২১) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১২টি কৃষক গ্রুপের মাঝে বিনামুল্যে ১২টি ৪ লাখ ৮০ হাজার টাকা মুল্যের ধান রোপন যন্ত্র। খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রনোদনার আওতায় মোট ১৩শ কৃষকের মাঝে ৯শ জনকে ২কেজি করে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি, এমওপি সার। এছাড়াও ৪শ জনের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি এমওপি সার বিতরন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আবুল সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।