রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
(জামান মৃধা ডিমলা নীলফামারী)
নীলফামারীর ডিমলায় গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় প্রকল্প কাজের শুভ উদ্বোধন ও প্রকল্পের চেক বিতরন করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের ১ম পর্যায়ে নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-নগদ অর্থ) কর্মসূচির আওতায় প্রকল্প কাজের শুভ উদ্বোধন শেষে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন/সংস্কার (কাবিটা ও টিআর-নগদ অর্থ) কর্মসুচির আওতায় উপজেলায় ৬২টি টিআর প্রকল্পের ১ম পর্যায়ে প্রতিটি প্রকল্পের বিপরীতে ২২হাজার ৫শ টাকা ও ১৭ টি কাবিটা প্রকল্পের ১ম পর্যায়ে প্রতিটি প্রকল্পের বিপরীতে ৫০ হাজার করে মোট ২২লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।