সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় প্রান্তিক কৃষক পর্যায়ে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট ও উফসি জাতের ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন বুধবার (২২শে মার্চ) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা ও উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মো. সেকেন্দার আলী প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র অফিসের বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও দুই-শতাধিক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার মো. সেকেন্দার আলী বলেন এ মৌসুমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধান বীজ ও ২০ কেজি করে ডিএপি-এমওপি সার এবং ১ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ প্রণোদনা হিসেবে বিনামূল্যে দেওয়া হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।