শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
মো: রবি উদ্দিন,শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ও সিন্দুরখাঁন ইউনিয়নের মধ্যস্থান জানাউড়া-করইতলা গ্রামে দিন মজুর, অটো রিকসা চালক মো: রাজন মিয়া-কে গাছের সাথে হাত-পা ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন ও পরবর্তীতে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার গঠনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবীতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে সিন্ধুরখান বাজারে গত ৩১ আগষ্ট বিকাল ৩ ঘটিকায়। স্থানীয় সিন্ধুরখান বাজারের মো: সিফন মিয়া-এর সভাপতিত্বে ও শাহানুর এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মিলাদ মিয়া, রফিক মিয়া, সাইদুল মিয়া, রাফি, কয়েছ মিয়া, ফয়েজ, মিঠুন, মিল্লাদ, নাহিদ, জুয়েল, কাওছার, মন্নান, রহিম, তাজুল ইসলাম, ফয়েজ-২, ময়নুল ইসলাম, মো: দুলাল মিয়া (নির্যাতিত রাজনের পিতা), হেলাল (নির্যাতিত রাজনের বড় ভাই), কাদিও মিয়া, মহিবুর, পারভেজ, হেলাল (কাঠ মেস্তুরী), দুলাল, শরিফ, তরুন ব্যবসায়ী উদ্যোক্তা হাফিজ, জাফর, দুলাল মিয়া, এশ্বাদ মিয়া ও জলাল মিয়া প্রমুখ। বক্তারা বলেন- দিন মজুর রাজন মিয়া-কে মিথ্যা চুরির অপবাদ দিয়ে রাজনের আপন ছোট ভাই মাসুম আহমেদ মামুন, মৃত : নুরাজ মিয়া এর পুত্র শফিক মিয়া, জানাউড়া, কড়ইতলা গ্রামের ইদ্রিছ মিয়া এর পুত্র জুয়েল মিয়া, শ্রীগাাঁও গ্রামের জিতু মিয়া-এর পুত্র শেখ জসিম উদ্দিন (৪০)-গং অজ্ঞাতনামা ১০/১৫জনের একটি সংঘবদ্ধ দল
রাজনকে অমানবিক নির্যাতন করে ভিডিও ধারন করেছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। উল্লেখ্য- গাছের সাথে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী রাজন মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ২নং আমল আদালতে গত ২৯ আগষ্ট বাদী হয়ে জানা উড়া গ্রামের মো: দুলাল মিয়ার পুত্র মাসুম আহমেদ মামুন (২৫), মৃত : নুরাজ মিয়া এর পুত্র শফিক মিয়া (৩৫), জানাউড়া, কড়ইতলা গ্রামের ইদ্রিছ মিয়া এর পুত্র জুয়েল মিয়া (৩০), শ্রীগাাঁও গ্রামের জিতু মিয়া-এর পুত্র শেখ জসিম উদ্দিন (৪০)-গং অজ্ঞাতনামা ১০/১৫জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৬৯/২০২৪ইং) দায়ের করেছেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পিবিআই, মৌলভীবাজার-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।