শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের কোটালীপাড়া উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ভেঙে পড়া সড়ক ও অসংখ্য খানাখন্দে জনদুর্ভোগ চরমে উঠেছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত যাত্রী ও পথচারী।
এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন পায়রা বন্দর, মংলা বন্দর এবং বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে হাজারো যানবাহন। অথচ সড়কের পশ্চিমপাড় অংশে বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তায় ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে পড়ে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।
স্কুল শিক্ষার্থীরাও ঝুঁকিতে
উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ভাঙা রাস্তায় যাতায়াত করছে।
কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন,
“প্রতিদিন চোখের সামনে একাধিক দুর্ঘটনা দেখি। শিক্ষার্থীদের জন্য এটা খুবই ভয়ংকর। দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না।”
ভ্যানচালক জামির মোল্লা বলেন,
“রাস্তায় যতবার চালাই, ততবার ভয়ে থাকি। একেকবার মনে হয়—আজ বুঝি আর ফিরতে পারবো না। দ্রুত মেরামত দরকার।”
স্থানীয় পরিবহন শ্রমিক আলম মিয়া বলেন,
“পশ্চিমপাড় অংশে সড়কের অর্ধেকটাই গর্ত। বর্ষায় এটা আরও বিপজ্জনক হয়ে ওঠে।”
এ বিষয়ে কোটালীপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।