বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে যৌথ অভিযানে ৪৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে মেজর জুভেন ওয়াহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার টুঙ্গীপাড়া রোডে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুরজাউন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমাড়া গ্রামের আইযুব মোল্লার ছেলে।
অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল, নগদ ২৬০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে সকাল ১১টা ৩০ মিনিটে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।