বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
সারা দেশের মত অনাবৃষ্টি ও দাপদাহে পুড়ছে গোপালগঞ্জ জেলা । বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় আমের গুটি ঝড়ে পড়তে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল)সকাল ৯ ঘটিকায় গোপালগঞ্জ পৌরসভার ঈদগা ময়দানে এলাকার স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে গোপালগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে সহস্রাধিক মানুষ। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। গোপালগঞ্জ জেলা সদরের এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নামাজে অংশ নেয়া মুসল্লি মোঃ শাহাবুদ্দিন সুজা বলেন, গত দুই সপ্তাহ থেকে তীব্র দাবদাহ বইছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষজন। এছাড়াও আমের গুটির জন্য মারাত্মক ভয়ংকর এই আবহাওয়া। এই মুহূর্তে বৃষ্টির পানির ভীষণ দরকার। তাই মহান সৃষ্টিকর্তার নিকট বৃষ্টির পানি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন তিনি।
মাওলানা ইমামতিতে ইস্তিসকার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে মোনাজাত পরিচালনা করেন তিনি। সেইসঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা ও সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।