সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্কঃ বয়স জানান দিচ্ছে ত্বকে। একটু একটু যেন গভীর হচ্ছে চোখের চার পাশের ত্বকের বলিরেখা। ত্বকের নানা জায়গায় হালকা বাদামি দাগ যেন বসে যাচ্ছে দিন দিন। কোনো ক্রিমেই কাজ হচ্ছে না।
প্রায় সব চেষ্টাই যখন ব্যর্থ, তখনও চিন্তার কিছু নেই। সেই কবিতার কথা মনে হবে সমাধান জানার পর। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া… কারণ হাতের কাছেই আছে সহজ উপায়।
ঘরে থাকা চাল দিয়েই ত্বককে পরিষ্কার ও দাগমুক্ত করার টোনার বানিয়ে নিন। মাত্র সাত দিন ব্যবহারেই ত্বকের বয়সের ছাপ দূর হবে।
জেনে নিন কীভাবে বানাবেন এই টোনার? এক গ্লাস পানিতে দু’ চা চামচ ভাতের চাল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে চালের পানি ছেকে একটি স্প্রে বোতলে ভরে নিন। দিনে দু’তিনবার মুখ পরিষ্কার করে মুখে এই টোনার স্প্রে করে নিন। ফ্রিজে রেখে এটি সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
প্রতি সপ্তাহে নতুন করে তৈরি করে নিন ম্যাজিক টোনার। নিয়মিত ব্যবহারে পান তারুণ্যদীপ্ত উজ্জ্বল ত্বক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।