বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাককর্মীর (২৫) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে এ খবর শোনার পর উল্লাপাড়া উপজেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দু’জনে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, আক্রান্ত যুবক নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিক ছিলেন। প্রায় ১০ দিন আগে তিনি এলাকায় ফিরেছেন। তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়ায় মেডিক্যাল টিম এসে নমুনা সংগ্রহ করে এবং তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার শরীরে করোনা পজিটিভ এমন খবর শুনে পালিয়ে যাবার চেষ্টা করেন ওই যুবক। পরে তাকে অনেক বুঝিয়ে বাড়িতে রাখা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে লকডাউন কার্যকর হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।