সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
মো: তৌহিদুল ইসলাম (তৌহিদ), সদর প্রতিনিধি সাতক্ষীরা
সোমবার সকাল ১০টায় মিনি মার্কেটস্থ ম্যানগ্রোভ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির পৌর শাখার আহবায়ক মোঃ কামরুজ্জামান লিটন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোঃ আলমগীর হুসাইন।
সাতক্ষীরা-২ আসনের আমার বাংলাদেশ পার্টির মনোনীত এমপি প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব জিএম সালাউদ্দিন শাকিল।
সাতক্ষীরা-২ আসনের শাকিল ভাইয়ের নির্বাচনী প্রচারণা কিভাবে আরো সুন্দর হতে পারে সে বিষয়ে সবার মতামত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সাতক্ষীরা-২ আসনের শাকিল ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আমাদেরকে আরো বেশি সময় দিয়ে সহযোগিতা করতে হবে। প্রত্যেকে তার নিজে অবস্থান থেকে নিজ এলাকায় গণসংযোগ করবেন প্রয়োজনে জেলা নেতৃবৃন্দের সহযোগিতা নিবেন। ঈগল প্রতীক যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই নির্বাচনী প্রচারণায় আমাদের সেই উদ্দেশ্যে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুগ্ন সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম, জেলা কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, ওলিউল্লাহ, হাকাম নাজমুস সামাদ, নাজমুন নাহার কমলা, তাজিনুর খাতুন উর্মী ও ছাত্র পক্ষের আহ্বায়ক সিয়াম।
সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠান মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান অঙ্গীকার নিয়ে ৫ বছর আগে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র যাত্রা শুরু হয়েছিল। পার্টির অঙ্গীকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।