রবিবার, ১৩ Jul ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরেজমিনে দেখতে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেল, লবণসহ তিনটি পরিবারের এক সপ্তাহের খাবারের সব উপকরণ তুলে দেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। বিএনপি নেতা তুহিনের তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান জানান, গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পেয়েই প্রিয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশ দেন। তারই নির্দেশে উপজেলা বিএনপির সব নেতাকর্মী ঘটনাস্থলে এসেছেন এবং প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে আলোচনা সাপেক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়া হবে।
ভুক্তভোগী নেবু মিয়া (৫৫) বলেন, “গতকাল হঠাৎ করেই আগুন লেগে আমাদের ঘর পুড়ে যায়। শুধু শরীরে থাকা জামাকাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের এই অসহায়ত্বের মধ্যে তুহিন ভাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।” তিনি সরকারের কাছেও দ্রুত থাকার জন্য ঘর তৈরির জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, উপজেলা মহিলা দলের নেত্রী নুরজাহান বেগম, নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মাস্টার, জ্যোতি মিন্টার বাবু রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।