সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি
টেকসই উন্নয়নের লক্ষ্যে পর্যটনের প্রচারের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং UN Volunteers, Bangladesh এর যৌথ উদ্যোগে পর্যটন সমৃদ্ধ অঞ্চলে স্থানীয় স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্ব, দায়িত্ব – কর্তব্য সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং বাংলাদেশের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণগুলি সংরক্ষণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৩ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার ১০০ জনকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ (অতিরিক্ত সচিব)। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।