ইন্টারন্যাশনাল ডেস্কঃ আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দাপট গুজরাত টাইটান্সের। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে চার উইকেট নিয়ে রশিদ খানকে ধরে ফেললেন মহম্মদ শামি। দুজনেই ২৩টি উইকেট নিয়েছেন। তবে ইকনমিতে এগিয়ে শামি। আপাতত তাঁদের দখলেই বেগুনি টুপি।
মহম্মদ শামির পাওয়ারপ্লে বোলিং রেকর্ড ঈর্ষণীয়। গত বছরের নভেম্বরে টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন শামি। তারপর তিনি আর টি ২০ আন্তর্জাতিক খেলার সুযোগ পাননি। তবে আইপিএলে চমকপ্রদ পারফরফরম্যান্স উপহার দিচ্ছেন।সানরাইজার্সকে প্রথম ওভারেই ধাক্কা দেন শামি। পাওয়ারপ্লে-তে ৪.২ ওভারে চার উইকেট পড়ে যায় অরেঞ্জ আর্মির। তার মধ্যে তিনটি উইকেটই শামির। আনমোলপ্রীত সিং (৪ বলে ৫), অধিনায়ক এইডেন মার্করাম (১০ বলে ১০) ও রাহুল ত্রিপাঠী (২ বলে ১) আউট হন। ১৭তম ওভারে হেইনরিখ ক্লাসেন (৪৪ বলে ৬৪) সেই শামিরই শিকার।
শামি ৪ ওভারে ২১ ও মোহিত শর্মা ৪ ওভারে ২৮ রান দিয়ে চারটি করে উইকেট নেন। শামি ও রশিদ খান ১২ ম্যাচে ২৩টি করে উইকেট নিয়েছেন। মোহিত ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় সাতে আছেন। শামি নিজেকে নিয়ে তেমন উচ্ছ্বাস না দেখিয়ে দলগত সংহতিতেই জয় এসেছে বলে জানান।এই প্রশ্নের প্রেক্ষিতে শামির মজাদার উত্তর ভাইরাল। শামি বলেন, গুজরাতে আমার পছন্দের খাবার মিলছে না। কিন্তু গুজরাতের খাবারও বেশ উপভোগ করছি। এরপর তিনি বলেন, নিজের শক্তির উপর আস্থা রাখছি। সব সময় ভালো জায়গায় বল ফেলা, ভালো লাইনে বল করা লক্ষ্য থাকে। সেইমতোই নতুন বলকে কাজে লাগানোর চেষ্টা করেছি। তাতেই সাফল্য।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com