সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
আবুল হাসনাত নবীন (বোরহানউদ্দিন প্রতিনিধি):
“ইন্টারনেট সচেতন বুদ্ধিদীপ্ত আচরণ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০১৯ সালে বাংলাদেশে সর্বপ্রথম ই- অ্যাওয়ারনেন্স সাইবার ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ বিভাগ আইসিটি ডিভিশন বাংলাদেশ।তারই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর, ২০১৯ তারিখে ই-অ্যাওয়ারনেন্স অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করে প্রায় ত্রিশ হাজার জন। বিশ রাউন্ডের এই প্রতিযোগিতায় সবচেয়ে যারা ভালো ফলাফল করা ৪৫০ প্রতিযোগী চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পান।তারপর ৮ মে, ২০২০ তারিখে সর্বমোট ৪১৪ জন অংশগ্রহণ করেন। এই ৪১৪ জনের মধ্যে ১৫০ জন সর্বোচ্চ নম্বর, অর্থাৎ ৩০ এর মধ্যে ৩০ পেয়েছেন। এই ১৫০ জনের মধ্যে থেকে প্রতিযোগিতার নিয়ম অনুসারে সফটওয়ারের মাধ্যমে দৈবাচয়ন পদ্ধতিতে সেরা ২০ জনের নাম বেছে নেওয়া হয়েছে। এবং সেই সেরা ২০ জনের মধ্যে একজন হচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজের শিক্ষার্থী সুদীপ্ত কুমার দাশ। তিনি এই বছরের ফিজিক্স অলিম্পিয়াড ২০২০ চ্যাম্পিয়ন হয়ে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার সাফল্য কামনা করেছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম গজনবী। তিনি বলেন সুদীপ্ত আমাদের গৌরব সে ভবিষ্যতে যেনও সকলের মুখ উজ্জ্বল করে এই কামনা করি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।