শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
মো: আদম আলী,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আফতাব ফিড প্রডাক্টস লিমিটেড কর্তৃক এবং রিসান পোল্ট্রি অ্যান্ড ফিডের প্রোপাইটর মোঃ মিরান হোসেনের আয়োজনে স্থানীয় খামারিদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী রবিউল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন রিসান পোল্ট্রি অ্যান্ড ক্যাটল ফিডের প্রোভাইডার মোঃ মিরান হোসেন ও মোঃ আসাদুল ইসলাম।
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২ টার সময় ব্রহ্মরাজপুর বাজারে চার রাস্তার মোড়ে মনোরম পরিবেশে খামারীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সবাই সভাপতিত্ব আব্দুল মজিদ, রিজিওনাল সেলস ম্যানেজার, এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার আবু মুয়িদ আবীর, রিজিওনাল টেকনিক্যাল ম্যানেজার।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার নেওয়াজ শরীফ, ন্যাশনাল টেকনিক্যাল ম্যানেজার, ও ডাক্তার হাসান আল শরীফ, পুষ্টিবিদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মোঃ লিটন হোসেন, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল আহমেদ, এ এস এম, যশোর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি,এম আমিনুল হক, সাংবাদিক মেহেদী হাসান শিমুল প্রমুখ।
স্থানীয় খামারিদের উন্নত ফিড ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে খামারি পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় ব্রহ্মরাজপুর ও আশপাশের এলাকা থেকে প্রায় ১০০ জন খামারি অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ খামারিদের আরও দক্ষ ও পরিপূর্ণভাবে প্রস্তুত করতে সহায়ক হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।