বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর বাঘায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এশার নামাজের পর নারায়ণপুর বাজার দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
এসময় উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বিএনপি, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, শামীম সরকার আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল, মুখলেসুর রহমান মুকুল সদস্য বাঘা উপজেলা বিএনপি, মহাতাব হোসেন সভাপতি বাঘা উপজেলা শ্রমিক দল, জরুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক বাঘা উপজেলা শ্রমিকদল,
আসলাম সরদার সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি, তছিকুল ইসলাম (তছি) সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি, সেলিনা আক্তার শাপলা সভাপতি বাঘা উপজেলা মহিলা দল, তানভীর ফয়সাল তূর্য্য যুগ্ম আহবায়ক বাঘা যুবদল, মাইনুর রহমান যুবনেতা বাঘা পৌর যুবদল,মুখলেসুর রহমান লিটন সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক দল, সেতু খান যুগ্ন আহবায়ক বাঘা পৌর ছাত্রদল,গালিব খান সাধারণ সম্পাদক বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল,মানিক হোসেন সভাপতি ৪ নং ওয়ার্ড ছাত্রদল,যুবনেতা মিলন, সুইট, পলাশ আহমেদ, পলাশ মুহুরী, ছাত্রনেতা জাহিদ, আবিদ, তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রাম করে।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রতিটি ঘরে ঘরে দোয়া করার আহ্বান জানান তারা।
এসময় দলের কর্মী-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে প্রার্থনায় অংশ নেন।
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।