মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় তিনজন—including একজন কলেজছাত্রী—কে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহাবুবুর রহমান মিথেল (৩০)-এর পরিবার দাবি করেছে, তিনি নির্দোষ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার টুনিপাড়া ও রহিমানপুর এলাকা থেকে তিনজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে ১ অক্টোবর রাতে নিজ এলাকা বড়পুকুরিয়া গ্রাম থেকে মিথেলকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে মিথেলের পরিবারের দাবি, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তারা অভিযোগ করেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।
মিথেলের বড় ভাই বলেন, “আমার ভাই একজন শিক্ষিত, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে এর আগে কখনও কোনো ধরনের নেতিবাচক অভিযোগ ওঠেনি। যাদের নিয়ে অভিযোগ করা হয়েছে, তাদের সঙ্গে পূর্বপরিচয় থাকলেও তিনি এমন অপরাধে জড়িত হবেন—এটা আমাদের বিশ্বাস হয় না।”
স্থানীয় কয়েকজন বাসিন্দাও মিথেলের পক্ষ নিয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ শোনা যায়নি।
মিথেলের পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে একজন নির্দোষ মানুষকে হয়রানি থেকে মুক্ত রাখা হোক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ভিকটিমদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে অভিযোগকারীদের প্রতি সহানুভূতি থাকলেও, অপরদিকে অনেকেই মিথেলের নির্দোষতার পক্ষে অবস্থান নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন।
উল্লেখ্য, মামলাটি এখনও তদন্তাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে সতর্কভাবে অগ্রসর হচ্ছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।