শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাবিনা ইয়াসমিন ও এল এফ এ মোঃ আশিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে গাড়ীর জ্বালানী তেল,ঔষধ, খামারে চিকিৎসা ও ঔষধ দিয়ে টাকা লেনদেনের অভিযোগে দিয়ে বর্তমান বাংলাদেশ নামে অনলাইন প্রত্রিকায় ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার নিউজ প্রকাশিত হয়।
ডাঃ সাবিনা ইয়াসমিন দৈনিক পরিবর্তনকে জানান এরকম কোন ধরনের অভিযোগ নাই। আমার অফিসের গাড়ী চালক মোঃ বাবুল মিয়াকে অফিসিয়াল নিয়ম অনুযায়ী অন্য জায়গায় বদলী করা হয়।যার কারণে ড্রাইভারের ব্যক্তিগত অভিমানের কারণে ভিত্তিহীন ভাবে এরকম অভিযোগ এনে নিউজ করা হয়।
এল এফ এ মোঃ আশিকুর রহমান দৈনিক পরিবর্তনকে জানান আমি এ অফিসে সততার সঙ্গে সেবা দিয়ে আসছি।আমাদের অফিস থেকে যা নির্দেশ দেওয়া হয় তা সবসময় পালন করা হয়। অফিসিয়াল ভাবে যা মাঠ পর্যায়ে বন্টন করার নির্দেশ দেওয়া হয় তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। ইদানীং দেখা গেছে অফিসের নামে অযথা হয়রানি মূলক অভিযোগ তুলেছে। যা সম্পূর্ণভাবে মিথ্যা।
এ ছাড়া সুফলভোগী ভাড়াউড়া চা বাগানের বিরশা সাঁওতালের স্ত্রী জানান,আমি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে একটি গরু পেয়েছি। সাথে টিন,পিলার এগুলো পেয়েছি। যা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি চাই সরকার থেকে এরকম আরও অনেক সাহায্য সহযোগিতা করা হউক।তাহলে আমাদের জীবন মানের উন্নয়ন হবে।তাছাড়া তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাবুল নামের ড্রাইভার অফিসের অডিট টিমের পরিচয় দিয়ে জোর পূর্বক ভাবে মিথ্যা কথা বলিয়ে ভিডিও করে।
রতন কর্মকার জানান,আমি শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি গরু এবং গরু থাকার জন্য টিন এবং পিলার পেয়েছি। যাহা আমি একজন গরীব মানুষ হিসেবে আমার জন্য অনেক কিছু। গত ১৪ সেপ্টেম্বর বাবুল মিয়া সহ কয়েকজন লোক এসে অডিট টিমের পরিচয় দিয়ে আমাকে জোর পূর্বক গরু পাইছি না বলে ভিডিও করায়।
শ্রীমঙ্গল প্রাণিসম্পদ দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিউজ প্রকাশ করায় ডাঃ সাবিনা ইয়াসমিন এবং অফিসের অন্যান্য স্টাফরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সবাই জানান এরকম ড্রাইভারের ব্যক্তিগত রাগ মিটানোর জন্য অফিসের সকলের নামে হয়রানি মূলক অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ড্রাইভার বাবুল প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন ইউনিয়নের সহজ সরল সুফলভোগীদেরকে ভয়ভীতি প্রদর্শন,বিভ্রান্তি,হুমকি দিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক নিজের লেখা বানোয়াট তথ্য ক্যামেরার সামনে বলাতে বাধ্য করান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।