শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বাঘা উপজেলা শাখা একটি প্রধান এজেন্ট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ে সকাল ৭:০০ ঘটিকা এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন, রাজশাহী জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি রাজশাহী -৬( চারঘাট – বাঘা) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
বক্তারা এজেন্টদের করণীয় বিষয়সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বক্তারা বলেন, সুষ্ঠু কারচুপিহীন, নিরপেক্ষ ও জাল ভোট প্রতিরোধে এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য। ছবিসহ ভোটার তালিকা অনুসরণ করে প্রকৃত ভোটার চিহ্নিত করণ ও প্রত্যেকের ভোট প্রদান নিশ্চিত করতে এজেন্টদের কাজ করতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, ইউনুস আলী, কামরুজ্জামান স্যার, ওয়াজেদ আলী স্যার, মাওলানা মাহবুবুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।