শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দক্ষিণ মুসলিমবাগ ফুটবল একাদশ বনাম সিরাজনগর ফুটবল একাডেমী সিরাজনগরের মধ্যে শ্রীমঙ্গলের কালীঘাট রোডস্থ চলন্তিকা খেলার মাঠে আজ রোজ বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটবল টুর্নামেন্টের ৪র্থ রাউন্ডের প্রথম খেলা। মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ও কালীঘাট রোড স্পোর্টস একাডেমি কর্তৃক পরিচালিত এ টুর্ণামেন্টের খেলা দেখতে মাঠে ভীড় করেন হাজারো ফুটবল ক্রীড়াপ্রেমী দর্শক।
মাঠে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলার প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা, উচ্ছ্বাস ও দর্শকের করতালির ঢেউ। উক্ত খেলায় দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে সিরাজনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে “ম্যান অফ দ্য ম্যাচ” ক্রেস্ট প্রদান করা হয়। ম্যান অফ দ্যা ম্যাচের গৌরব অর্জন করেন ঘোড়া শামীম খ্যাত শামীম। শ্রীমঙ্গল শহরের বিসমিল্লাহ গোস্তের দোকানের স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন এর সৌজন্যে প্রতিটি খেলায় ম্যান অফ দি ম্যাচের ক্রেস্ট প্রদান করা হচ্ছে । খেলার প্রতি তার এমন পৃষ্ঠপোষকতা সকল ফুটবল খেলা প্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে এবং ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা নিয়মিত এমন বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবেন। তাদের ভাষায়—
“এ আয়োজন শুধু খেলাধুলা নয়, বরং সমাজে একতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ার মাধ্যম।”
শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।