বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা ও নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের মামলার অভিযুক্ত আসামি সাজ্জাদ শিকদারকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকোশ দল ও লোহাগড়া থানা পুলিশ, (২২এপ্রিল) মঙ্গলবার গভীর রাতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত সাজ্জাদ শিকদারকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
বাদীর অভিযোগের বিবরণে জানা যায়, কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে গত ১২/৪/২০২৫ইং তারিখে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আসলাম শেখ।নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের চান শিকদারের ছেলে রুবেল শিকদার (৩৩) ও তার লোকজন কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা আসলাম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা ও মটর সাইকেল, মোবাইল কেড়ে নিয়ে হত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার এসআই, মামলার আইও আলিমুল হুদা জনি জানান, গতকাল গভীর রাতে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের সহায়তায় এবং কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের সার্বিক নির্দেশনায় গতকাল গভীর রাতে লোহাগাড়া উপজেলার কড়ফার বাড়ি থেকে অভিযুক্ত সাজ্জাদ শিকদার কে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল। আইনি প্রক্রিয়া শেষে আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের সময় গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।