বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
দৈনিক দিনকালের গোলাম মোর্শেদ শেখ সভাপতি এবং দৈনিক অভয়নগরের এস এম আজমল হোসেন সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ” কালিয়া প্রেসক্লাব ” ২০২৫-২০২৭ ইং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এস এম মাছুম রহমান (আমার দেশ), মোঃ মাহফুজুর রহমান (বিকাল বার্তা), মনিরুজ্জামান চৌধুরী (পূর্বাঞ্চল), যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদ কামান (আজকের পত্রিকা), কাজী শরিফুল ইসলাম (কালবেলা), মোঃ খাইরুল ইসলাম চৌধুরী (এনটিভি অনলাইন, যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (আমার সংবাদ), সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী জুয়েল রানা (বাংলার দূত), অর্থ সম্পাদক এস এম সাফায়েত হোসেন (যুগের সাথী), সহ- অর্থ সম্পাদক মোঃ রাসেল শেখ (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল শেখ (খুলনা টাইমস), সহ- দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান শেখ (দৈনিক অভয়নগর), মোঃ বাবলু মল্লিক প্রচার-প্রকাশনা সম্পাদক (দৈনিক খুলনা অঞ্চল), সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন মোল্লা (দৈনিক জনতা), সমাজ কল্যাণ সম্পাদক রিপন বিশ্বাস (লাখো কন্ঠ), গ্রন্হাগার মোঃ রাশেল শেখ (আখের) (দেশ প্রতিদিন), সহ- গন্থাগার মোছাঃ বিনদিয়া খানম (দৈনিক নোয়াপাড়া), ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মাহিদুল ইসলাম (গণতদন্ত), সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান মল্লিক (এস.টি.বাংলা টিভি)।
কালিয়া প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ নাসির আহম্মেদ (ওশান), মোঃ আফজাল হোসেন (গ্রামের কাগজ), কওসার মোল্লা (অর্নিবান), মোঃ করিরুল ইসলাম (দেশের কন্ঠ), জুয়েল শরীফ (বাংলাদেশ সমাচার), মো. রাসেল মোল্লা(প্রবাহ), এস এম ইজাজুল হক (সমকাল), মামুন হাচান (নড়াগাতী সংবাদ)
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।