বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া আমতলা বাজারে গতকাল বিকাল ৪টায় একটি দুঃখজনক ঘটনা ঘটে। সাবেক সেনাসদস্য বাহার উদ্দিনের হামলায় কিল্ডার গার্ডেন স্কুলের সহকারী শিক্ষক বেলাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চিতলিয়া আমতলা বাজারে বাহার উদ্দিনের মালিকানাধীন জায়গায় দীর্ঘ সাত বছর ধরে স্কুলটি ভাড়া হিসেবে পরিচালিত হচ্ছিল। তবে, গত ছয় মাস ধরে জায়গার মালিকের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দেয়। গতকাল আসবাবপত্র সরানোর সময় বাকবিতণ্ডার একপর্যায়ে বাহার উদ্দিন পাথর ও লোহার পাইপ দিয়ে বেলাল উদ্দিনের ওপর আক্রমণ করেন।
হামলার ফলে বেলাল উদ্দিনের মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং বাম কাঁধে মারাত্মক চোট পান। স্থানীয়রা আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্কুল পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন, জায়গার জামানত হিসেবে বাহার উদ্দিনের কাছে দুই লক্ষ টাকা রয়েছে। তবে মতবিরোধের জের ধরেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। আহত বেলাল উদ্দিন কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে বাহার উদ্দিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার সাধারণ জনগণ ও শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।