সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
কাউছার হামিদ আপন,উপজেলা প্রতিনিধি (মানিকছড়ি) খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ (০৪জুলাই২০২৪) রোজ বৃহস্পতি বার বেলা ১২:০০ ঘটিকার সময় বাটনাতলী ইউনিয়ন পরিষদ হলরোমে মানিকছড়ি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া এর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ সহিদুজ্জামান জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চট্টগ্রাম, ড. মোঃ আরিফ হোসেন জেলা মৎস্য কর্মকর্তা খাগড়াছড়ি পার্বত্য জেলা, মোঃ জয়নাল আবেদনী চেয়ারম্যান মানিকছড়ি উপজেলা পরিষদ । অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, বাটনাতলী ইউপি সচিব দিপলাল ত্রিপুরা প্রমূখ। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া বক্তব্যে সবাইকে তামাক চাষ নিরুৎসাহিত করে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় স্থানীয় অংশীজনদেরকে দায়ীত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন। মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত সকলের মধ্য হইতে ৫০জন স্থানীয় অংশীজন ও কৃষকের মাঝে প্রায় শতাধিক আমের চারা বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।