সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
ইয়াছিন আলী ইমন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং তার স্ত্রী-সন্তানের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News – এ
সোমবার বিকালে আনোয়ার হোসেন নামে সাবেক প্রতিমন্ত্রীর এক প্রতিবেশি অনলাইনে রৌমারী থানায় এ অভিযোগ দায়ের করেন বলে ওই থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান।৫৪ বছর বয়সী আনোয়ার হোসেন রৌমারী সদর ইউনিয়নের সাং রৌমারী গ্রামের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রতিবেশি।জাকির হোসেন বর্তমানে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
অভিযোগে বলা হয়েছে,সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে আনোয়ার হোসেনের পৈতৃক জমির ৪৫ শতক দখল করে নেন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাকির হোসেন লোকজন দিয়ে দখল করা ওই জমির পাশে থাকা ভুক্তভোগীর বাকি জমিতেও মাটি ভরাট করে দখল করার চেষ্টা করেন।খবর পেয়ে আনোয়ার হোসেন গিয়ে তাদের বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী সুরাইয়া সুলতানা ও ছেলে সাফায়াত জাকির তাকে মারধর করতে আসেন। এক পর্যায়ে জাকির হোসেন পিস্তল উঁচিয়ে আনোয়ার হোসেনকে গুলি করার হুমকি দেন।আনোয়ার হোসেন বলেন, আমাকে পিস্তল ঠেকিয়ে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ভয়ে আছি। আমার বাপ-দাদার সম্পত্তি দখল করে নিয়েছে। আমি ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশের তৎপরতা দেখছি না।পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এটা আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দাখিল করা হয়েছে। বরং আমি যাতায়াতের জন্য রাস্তা দিয়েছি।সেই রাস্তার মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়ায় আমাকে হয়রানির জন্য এমন অভিযোগ দাখিল করেছে।ওসি আবদুল্লা হিল জামান বলেন,অভিযোগের বিষয় পর্যালোচনা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।