সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ):-মোঃ শরিফুল ইসলাম। কাউন্সিলর ১৪ নম্বর ওয়ার্ড গোপালগঞ্জ পৌরসভা। গণমাধ্যম কর্মীদের বলেন, গত ১০ তারিখ দুপুর চারটের সময় ব্যক্তিগত মানিব্যাগ এল জি ই ডি ভবন ও উপজেলা পরিষদ গোপালগঞ্জ সদর। এর দুইতালায় আমি বিলের কাজে ব্যস্ত থাকায় আমার কাছের মানিব্যাগ টি দুই অফিসের যেকোনো একটি টেবিলে ভুলক্রমে মানিব্যাগ রেখে চলে আসি। পরে অনেক খোঁচাখুঁজি করার পরেও আমার মানিব্যাগটি পাইনা। মানিব্যাগ এর ভিতরে আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ও আরো অনেক গুরুত্বপূর্ণ কাগজ পত্র আছে নগদ ৭০ থেকে ৭৫ হাজার টাকা ছিল আমার এই টাকার প্রয়োজন নাই। যে ভদ্রলোক পেয়েছেন টাকা ফেরত দেয়ার দরকার নাই। আমার মানিব্যাগটা শুধু ফেরত দিলেই আমি খুশি। আমার ইন্ডিয়ান ভিসার টোকেনটাও মানিব্যাগ এর ভিতর আছে দয়া করে যদি কেউ আমার মানিব্যাগটি ফেরত দেন আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আমার বাসা অথবা আমার অফিসের সামনে ফেলে দিলেও খুশি।যদি কোন সহৃদয় ব্যক্তি মানিব্যাগটি পান এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ থাকলো। 01711-056416 কাউন্সিলর শরিফুল ইসলাম।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।