বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলা মোল্লাহাট থানার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দু’গ্রপের সংঘর্ষে ২০ জন আহত হয়। মঙ্গলবার (২২মে) সকাল ৮ টায় এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় নতুন ঘোষগাতী গ্রামের ইউপি সদস্য নিয়ামত শেখের নেতৃত্বে দিন মোহাম্মদ শেখের গ্রুপের ১৫ বাড়ি ভাংচুর এবং উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মোল্লাহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থাণীয় সূত্রে জানা যায়, ওই গ্রমে নিয়ামত মেম্বার, আলম মেম্বার ও ফোরকান ডাক্তারের নেতৃত্ব দির্ঘদিন যাবৎ দিন মোহাম্মদ গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটে। দিন মোহাম্মদ শেখ (৪৫), মাতা মদিনা বেগমসহ (৬৫), ১৫ জন কে কুপিয়ে আহত করে। ১৫ টি বসত বাড়ি ১টি মোটরসাইকেল ভাংচুর করে ব্যপক ক্ষতি সাধন করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, সংঘর্ষ ঘটনায় থানা এখনো কোন লিখিত অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা স্থালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।