রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
সংসদীয় আসন-১২, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
রোববার (৭ই জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০২টি।
তিনি এবারসহ বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) তছলিম উদ্দিন ভোট পেয়েছেন ২৪ হাজার ৬৬১টি। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন। তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. এন কে আলম চৌধুরী ভোট পেয়েছেন ১৫৮০টি। তিনি সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করেছেন। বিএনএফ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম ভোট পেয়েছেন ৪৮৭টি। তিনি টেলিভিশন প্রতীকে নির্বাচন করেছেন। জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মুখদম আজম মাশরাফী ভোট পেয়েছেন ৪৯৫টি। তিনি বাইসাইকেল প্রতীকে নির্বাচন করেছেন। বিএনএম মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী ভোট পেয়েছেন ১৩ হাজার ২১৭টি। তিনি নোঙ্গর প্রতীকে নির্বাচন করেছেন। এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী ভোট পেয়েছেন ৭ হাজার ৩৫৭টি। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করেছেন।
দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৩৯.০৮ শতাংশ। ডিমলা উপজেলায় ১০টি ইউনিয়নে ২ লাখ ২৪ হাজার ৬৯৭ জন ও ডোমার উপজেলায় ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ২ লাখ ৪ হাজার ৩৯৭ জন ভোটার রয়েছে। ডিমলা উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪টি এবং ডোমার উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৭০টি।
এবার বিএনপিসহ অন্যান্য বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলো ৪৩৬ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।