রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীদের মধ্যে ১৯ আছেন গণমাধ্যমসংশ্লিষ্ট। এদের কেউ দলীয় মনোনয়নে ভোটের মাঠে নেমেছেন। কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
নির্বাচনে এক হাজার ৯৭০ জন প্রার্থী ভোটের লড়াইয়ে থাকছেন। এদের মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ৪৩৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ১৫৩৪ জন।
দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন পিরোজপুর-২ আসন থেকে। তার দল জাতীয় পার্টি-জেপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক।
দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন ফরিদপুর-৩ আসন থেকে।
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম জাতীয় পার্টির প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা-১ আসন থেকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান। দেশের নামী ব্যবসায়ী সালমান এফ রহমান নৌকা প্রতীকে লড়ছেন।
আরটিভির মালিক মোর্শেদ আলম নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-২ আসনে প্রার্থী হয়েছেন।
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে লড়েছেন নৌকা নিয়ে।
দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে ভোটের মাঠে লড়ছেন।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির মালিকদের একজন।
ভোরের কাগজের প্রকাশক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহ-১ আসনে লড়ছেন কালবেলার মালিক নজরুল ইসলাম দুলাল।
গাজী টিভি ও অনলাইন সংবাদমাধ্যম সারা বাংলার মালিক গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে।
ঢাকা-১৫ আসন থেকে মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।
ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন।
বাংলাদেশ জার্নালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন খান নৌকা নিয়ে লড়ছেন লক্ষ্মীপুর-১ আসন থেকে।
দৈনিক সকালের সময়ের মালিক নুর হাকিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।
দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট সম্পাদক হাশেম রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।
নোয়াখালী- ৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন গ্লোবাল টেলিভিশনের মালিক মামুনুর রশিদ কিরন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান নৌকা নিয়ে লড়ছেন চাঁদপুর-৪ আসন থেকে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।
ইসির তৈরি করা প্রতিবেদন থেকে জানা গেছে, এবার সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা এক হাজার ৫৩৪ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন হাইকোর্ট থেকে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।