রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
তারিখ:-২১/১১/২০২৩
স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন।
মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ছেলে ও বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মালিক চৌধুরীর কন্যা ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আনইজীবী সহকারী এটর্নি জেনারেল ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মাজু মিয়া এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী।
তাছাড়া হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন ক্রয় করবেন বলে জানা গেছে।
শনিবার(১৮ নভেম্বর)প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপত্র ক্রয় করার মধ্য দিয়ে দলের মনোনয়ন বিক্রি শুরু হয়। হবিগঞ্জের দুইটি উপজেলা নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত এই আসনে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন গ্রুপে বিভক্ত। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাই কাজ করবেন বলেও জানান নেতাকর্মীরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।