শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
(হাকীম এস,এম,শামীম)
ফুলপুর উপজেলা সংবাদ প্রতিনিধিঃ-
ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়ন এর হাটপাগলা উচ্চ বিদ্যালয়ে, ১৬ নভেম্বর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় স্কুল চলাকালিন সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান উপস্হিতি হয়ে, সহযোগীতার প্রতিশ্রুতি অনুযায়ী হাটপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বসার জন্য নতুন চেয়ার প্রদানের ব্যবস্হা নিশ্চিত করেন। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের ওয়াশরুমের চলমান সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মাঝে সংস্কার কাজ শেষ করে ব্যবহার উপযোগী করে তোলার নির্দেশ প্রদান করেন। উক্ত সংস্কার কাজ ও সরঞ্জামাদি পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, ফুলপুর উপজেলার ছন ধরা ইউনিয়নের হাটপাগলা উচ্চ বিদ্যালয়ে, দীর্ঘ দিন যাবত শিক্ষক ও শিক্ষার্থীদের সরঞ্জামাদি সংকট ও নানাবিধ সমস্যায় ভোগান্তির মধ্যে দিয়ে, বিদ্যালয় পরিচালনা কার্যক্রম অতিবাহিত করতে সমস্যার সম্মুখীন পোহাতে হতো।
বিষয়টি নিরসনের লক্ষে, বিদ্যালয় কতৃপক্ষের মাধ্যমে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতায় সমস্যা সামাধানে, গত ৮ নভেম্বর ২০২৩ ইং রোজ বুধবার হাটপাগলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার “এম সাজ্জাদুল হাসান।
পরিদর্শন উপলক্ষে তখন হাট পাগলা উচ্চ বিদ্যালয়ের উচ্ছ্বাসিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানকে উৎস অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে চেয়ার প্রদান ও ওয়াশ রুম সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্কুল শিক্ষকদের দাবির প্রেক্ষিতে টয়লেট সংস্কার, শিক্ষকদের বসার চেয়ার ও লেকচার টেবিল প্রদানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়, যা কিছু দিনের মধ্যেই ব্যবস্থা করা কথা তখন তিনি জানান।
উক্ত পরিদর্শনকালীন সময় সাথে ছিলেন, ছনধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।