সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
এ্যাডঃ ইয়ারুল ইসলাম জানান, নির্বাচনের জন্য তিনি তালা- কলারোয়া এলাকাকে উপযুক্ত জায়গা মনে করেন। তার জন্ম ও বেড়ে ওঠা কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামে। তিনি কেড়াগাছী ইউনিয়নের হঠাৎগঞ্জ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। পরে কলারোয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে উচ্চ শিক্ষা লাভ করেন।
তিনি বলেন, আমি আমাদের এলাকাবাসীর মধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমি প্রতিনিয়ত এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করে দলীয় নেতা-কর্মীসহ এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জেলা উপজেলায় যারা এখন কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন আমি তাদের প্রত্যেকের সাথে সকল আন্দোলন সংগ্রাম করেছি। মহান মুক্তিযুদ্ধে আমার পরিবারের রয়েছে অসামান্য অবদান এবং এলাকার মানুষ চায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক নির্বাচিত হোক।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, নির্বাচিত হলে আমি এলাকার প্রতিটি সমস্যায় এলাকর মানুষের পাশে থাকার চেষ্টা করবো। এলাকার সকল সেবাপ্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে চাই।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, তিনি নির্বাচিত হলে তালা ও কলারোয়ার সব এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং সকল অলিগলি রাস্তা পাকা করতে চান। তিনি আরো বলেন, এলাকায় জাতীয় মানের শিক্ষা ও চিকিৎসার পরিবেশ সৃষ্টির জন্য তিনি সব শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান মনিটরিং করবেন এবং এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি কৃষি ও শিল্পের বিকাশ ঘটাতে চান।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প নেতৃত্ব চায় এবং সে কারণে এলাকার মানুষ তাঁকে ভোট দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।