বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ, প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাশিয়ানি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক জিয়াউর রহমান জিহাদ’কে সভাপতি করে শিক্ষক মনিরুল হক চৌধুরী’কে সাধারণ সম্পাদক নতুন কমিটি ঘোষনা করা হয়।
শনিবার (১২আগষ্ট) সকাল ১০টায় কাশিয়ানি উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাশিয়ানি উপজেলার আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় কাশিয়ানি উপজেলার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলার আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোহম্মদ আলী খোকন, উপজেলার আওয়ামিলীগের সহ-সভাপতি সারাফত হোসেন লাভলু মৃধা, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম, কাশিয়ানি উপজেলার আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রব্বানী, কাশিয়ানি উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন’সহ সকল শিক্ষকগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।কাশিয়ানি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: নাছিবুল রহমান মোল্লা ও সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিহাদ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।