শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
পটুয়াখালীতে শিক্ষা বিস্তারে কিংবদন্তী শিক্ষানুরাগী বিশিস্ট সমাজসেবক পরোপকারী আলহাজ্ব মোঃ আবদুল হাই মিয়া এঁর জানাজায় হাজার হাজার মানুষের ঢল।
মঙ্গলবার বাদ আছর হাজী আক্কেল আলী কলেজের সামনে মহাসড়কে জানাজা নামাজ পরিচালনা করেন সরদার বাড়ি বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম। জানাজায় হাজার হাজার মানুষ হতে অংশ নেন। মরহুমের প্রতিষ্ঠিত স্কুল, মাদরাসা ও কলেজ সংলগ্ন পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ, আব্দুল হাই বিদ্যানিকেতন, আব্দুল হাই বালিকা মাদরাসা, মাদারবুনিয়া ইউনিয়ন কারিগরি ও বানিজ্যিক মহিলা কলেজ, পশ্চিম কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হাই মিয়া সোমবার দিবাগত রাত দুইটায় ঢাকায় চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী, শুভাকাঙ্খী, অনুগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রচনা ও সম্পাদনাঃ আলহাজ্ব সাংবাদিক ফিরোজ আহমেদ
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।