বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ
ছিনতাইয়ের কবলে পড়েন নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তিনি পিছু নিয়ে ছিনতাইকারীকে ধরেছেন। ছিনতাইকারীকে ধরার পর জানা গেল, ছিনতাইয়ের শিকার নারী নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম। কানের দুল ফিরে পেয়ে তিনি ওই ছিনতাইকারীকে ছেড়ে দিয়েছেন। পুলিশকে জানানো বা আইনগত কোনো ব্যবস্থা তিনি নেননি।’ছিনতাইয়ের শিকার ফাতেমা তাসনিম সংবাদমাধ্যমকে বলেন, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছিলেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই ঘটনায় আহত নুরুল হককে দেখতে কাকরাইলে একটি হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের সামনে রিকশা থেকে নামার সময় ছিনতাইকারী তার কানের দুল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়া বিষয়ে ফাতেমা তাসনিম বলেন, এর আগে গত মাসেও তিনি শাহবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগও দিয়েছিলেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে এবার আর তিনি এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেননি
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।