শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছেলের বিয়েতে গান বাদ্য বাজানো ও আতশবাজির পরিবর্তে পবিত্র কুরআন তেলাওয়াতের আয়োজন করে ব্যাপক প্রশংসিত হয়েছে এক বাবা। এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিক।
বিয়েতে ব্যতিক্রমধর্মী আয়োজনে মুগ্ধ অতিথি এবং গ্রামবাসীর প্রসংশায় ভাসছেন বরের বাবা ছেলের বিয়ের দিনে গান-বাজনার পরিবর্তে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করে সাড়া ফেলেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিক।
ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোঃ ইউনুস আলী প্রামাণিক বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর রাজি খুশির জন্য। আমি পুরো দুনিয়ার সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ করবো তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ এর ফলে আগামীর সংসারে তাদের বরকত দান করবেন।
ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিকের প্রতিবেশিরা বলেন, মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দিন প্রামাণিক আমাদের এলাকার সন্তান। তার বিয়েতে তার বাবার এ আয়োজন আমাদের পাড়ার সবাইকে মুগ্ধ করেছে। আমরা সবসময় বিয়েতে গানবাজনার অনুষ্ঠান দেখে থাকি। এমন আয়োজন কখনো দেখবো ভাবিনি। ভাল লেগেছে অনন্য এ আয়োজন।
নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর হেলাল উদ্দিন বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা আমার ফ্যামিলির পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা-বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করেন।
এদিকে বিয়েতে আসা অথিতিরাও মুগ্ধ অভিনব এ আয়োজন দেখে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।