সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):
“নিরাপদ মাছে ভরবো, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা, মাছের পোনা অবমুক্ত করণ ও মৎস্য চাষি-উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২৪শে জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে পরিষদ চত্তরের পুকুরে ২৫ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আংগুরী বেগম।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার (নুরি), আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, মৎস্য মৎস্যজীবী সমিতির সভাপতি অবিলাস চন্দ্র রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন মসজিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।