রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনরবাসন কেন্দ্র এলাকায় দু’পক্ষের সংঘর্ষ চলাকালে আতংকিত হয়ে গত ৭ জুলাই বুধবার রাতে আত্মরক্ষার্থে পালাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে চনপাড়া বাজারের জিহাদী মসজিদের মুয়াজ্জিন মাওলানা হাসান মাহমুদের (২৫) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ভোলা জেলা সদরের রান্দাজপুর গ্রামে। পিতার নাম আব্দুল গণি মিয়া। হাসান মাহমুদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য, মাদক ব্যবসা ও পূর্ব শত্রæতার জের ধরে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় দু’গ্রæপের সংঘর্ষ চলে আসছে। সংঘর্ষে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শরীফ নামের একজন গুলিবিদ্ধ ও সামসু মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ সহ উভয়পক্ষের ৪০ জন আহত হয়। পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।###
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।