মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মত আধুনিক মেশিন দিয়ে কৃষকের ক্ষেতের বোরো ধান কাটা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামে কম্বাইন হারভেস্টার প্রযুক্তির সাহায্যে কৃষকের জমির ধান কর্তন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস ছাদেক, জেলা প্রশিক্ষণ অফিসার ড. মাহবুবুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক পিপি দিপক কুমার দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক জানান, এ মেশিনের মাধ্যমে মাত্র ৭-৮ লিটার ডিজেলে ১ ঘণ্টা কাজ করা সম্ভব। এ মেশিনের ফলে ধান কাটা, মাড়াই করা যায়। ফলে কৃষকের সময় এবং টাকা দুটোই সঞ্চয় হয় বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।