রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
মোঃআলাউর রহমান রুমন, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির শিশু-কিশোরদের মসজিদ মুখী করার উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান (প্রতিযোগী ও অভিভাবকদের নিয়ে) আজ বাদ আসর কায়েস্থরাইল জামে মসজিদের দু’তলায় অনুষ্ঠিত হয়।কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে গতকাল ১৭ মার্চ রাত ১০ ঘটিকার সময় সমিতির কার্যালয়ে ১৩৭টি রেজিস্ট্রেশন ফরম যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১২৬জন প্রতিযোগী কে মনোনীত করা হয়েছে।
দৈনিক পরিবর্তন এর দক্ষিণ সুরমা প্রতিনিধি কে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেল বলেন – ১৯/০৩/২০২১ইং শুক্রবার ফজরের সালাত দিয়ে শুরু হবে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা এবং ২৫০ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে। আজকের শিশু-কিশোর আগামীর ভবিষ্যৎ পবিত্র কুরআন মাজীদে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেছেনঃ নিশ্চয়ই সালাত মানুষকে সকল ধরনের খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ভালো কাজে যদি শিশু-কিশোরদের ব্যস্ত রাখা যায় তাহলে খারাপ কাজ করার চিন্তাভাবনা তার মনে থাকবেনা। সুন্দর এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণ হবে । যারা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে চলে তারা কখনো বিপথগামী হয় না।ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির শিশু-কিশোরদের মসজিদমুখী করার এই উদ্যোগ।
দৈনিক পরিবর্তন এর দক্ষিণ সুরমা প্রতিনিধি কে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি তারেক উল ইসলাম বলেন – কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যের অক্লান্ত প্রচেষ্টায় অনেক সংখ্যক প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১২৬জন কে উক্ত প্রতিযোগীতার জন্য মনোনীত করা হয়েছে। আমরা আশাকরি এই প্রতিযোগীতার মধ্যমে শিশু-কিশোর ও ছাত্ররা প্রত্যাকে মসজিদ মুখি হবে এবং লাগাতার ৫০ দিন তাকবীরে উলার সাথে সালাত আদায়কারীরা পুরস্কৃত হবে।
দৈনিক পরিবর্তন এর প্রতিবেদক কে সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এজাজ উদ্দিন সানী বলেন- এই অল্প দিনে শিশু ও কিশোরদের মধ্যে যে আনন্দের বহিঃপ্রকাশ ফুটিয়ে উঠেছে এতে বলা যায় আমরা সার্থক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।