বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি” প্রদান করা হয়। বুধবার বিকেলে গোবিন্দনগরস্থ ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি অনুমোদিত ক্ষুদ্রঋন প্রতিষ্ঠান উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সুবিধাভোগী শিক্ষার্থী প্রিয়া খুতন, ভবতোষ রায় প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজন খান। শেষে দেশের বিভিন্ন এলাকার ১৭ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন অতিথিরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।