রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ (সোহান) ,
বিশেষ প্রতিনিধি, কমলগঞ্জ , মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়, গ্রামে,শহরপ ও চা বাগান এলাকাতে উৎসব আনন্দ পরিবেশে মুখরিত ভাবে সরস্বতী পূজা পালিত হয়েছে।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে সরস্বতী দেবী হলেন বিদ্যা ও শিক্ষার দেবী, তাই বিশেষ করে বিভিন্ন ছাত্র -ছাত্রী ও শিক্ষার্থীরা সরস্বতী দেবীর পূজা বেশ চমকপ্রদ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে থাকেন।।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান খুব শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা পালিত হচ্ছে, তবে করোনা পরিস্থিতিতে মানুষের সমাগম কিছুটা কম,এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা তারা পাচ্ছে।।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।