রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
মো মেহেদী হাসান, জেলা প্রতিনিধি পিরোজপুর
কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবর্বষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘড় ও জমি প্রদান
আজকে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯শ’ ৪ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন। সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে।প্রত্যেক পরিবারকে পাকা ঘরের সাথে দুই শতাংশ জমি দেয়া হচ্ছে।
দেশের প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান থাকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা
এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ৫০টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু
ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন
মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আব্দুস শহীদ
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন
কাউখালী থানার ওসি নজরুল ইসলাম
সহ কাউখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ
ভিবিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকবৃন্দ
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।