সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহের প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর জসীম উদ্দিন (১৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া নিহত জসীম উদ্দিনে বাড়ী উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে। সে কৃষক নিয়াজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত রবিবার রাতে প্রতিবেশী খলিল মিয়ার ছেলে বখাটে সুজন মিয়ার সাথে দিনমজুর জসীম উদ্দিন ধীতপুর তালিমুল কুরআন কওমী মাদরাসার ওয়াজ মাহফিলে যায়। রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে মোবাইল করলে সে অনেক দূরে আছে বলে লাইন কেটে দেয়। এক পর্যায় তার ফোন বন্ধ থাকায় তার সাথে আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান না পাওয়ায় মাইকে তার নিখোঁজের সংবাদ এলাকার বিভিন্ন স্থানে প্রচার করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার ভোরে বাড়ীর পাশে আমনখোরা বিলে ফিশারীর পাড়ে একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। লাশের সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিখোঁজ হওয়া দিনমজুর জসীমের লাশ বলে নিশ্চিত হন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান ছিলেন জসীম। চার ভাই ও তিন বোনের মাঝে সে ছিল তৃতীয়। নিহতের পরিবার জানায় ছেলে জসিমের সাথে কারো ঝগড়া-বিবাদ ছিল না। জসিমের উদ্ধার হওয়া লাশ দেখে হতবাগ হয়ে যায় পরিবার।
জসিমের নিখোঁজ হওয়ায় ঘটনার পর থেকে সন্দেহের সৃষ্টি হয় প্রতিবেশী সুজন মিয়ার দিকে। পুলিশের সুরতহাল রির্পোটে জানা যায়, উদ্ধার হওয়া লাশের মাথায়, গলায় ও অন্ডকোষে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
এমন নির্মম ঘটনায় হতবাক
উপস্হিত এলাকাবাসী।
সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন
মা রহিমা খাতুনসহ পরিবারের লোকজন।
নিহতের বোন পারুল ও জমিলা খাতুন জানায় নতুন একটি মোবাইল ফোন ও নগদ ৫০০টাকা ছিল জসিমের সাথে।
প্রাথমিক ভাবে স্থানীয়দের ধারনা হয়তো টাকা ও মোবাইলের জন্য এমন লৌমহর্ষক হত্যা কান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে ফুলপুর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
ফুলপুর থানার এস আই ফয়জুর রহমান জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।