সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
আবু হাসান নবীনগর উপজেলা প্রতিনিধি।
সোমবার ভোর ৬টা ৪৮ মিনিটো তিনি ইন্তেকাল করেন। দেওয়ানবাগ দরবার শরীফের কম্পিউটার সেকশনের কর্মকতা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ানবাগ দরবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে নিজ বাসায় স্ট্রোক হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আরামবাগে নেয়া হয়েছে। জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।
ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।
তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়েন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন। সর্বশেষ মতিঝিলের ১৪৭ আরামবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।