শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গণপরিবহণ গুলোতে যাত্রীদের দুটি সিটে একজন বসার সিদ্বান্ত নিয়ে ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে।
কিন্তু ভাড়া বৃদ্ধি নিয়ে ড্রাইভার ও যাত্রীদের মধ্যে নানান ধরনের বাকবিতণ্ডা, ঝগড়াঝাঁটিতে লিপ্ত হতে দেখা যায়, অনেক ড্রাইভার স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রীবহণ করেও থাকে।
এ অবস্থা থেকে পরিত্রাণ ও জনসাধারণের সার্বিকদিক বিবেচনাপূর্বক সিলেটের সকল রুটে গণপরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি। বুধবার (১৯ আগস্ট) থেকে পূর্বের ভাড়া অনুযায়ী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আজ বুধবার থেকে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনে, তবে কেউ যদি সরকারি বর্ধিত ভাড়া দিয়ে পাশের সিট ফাঁকা রাখতে চান তাহলে তিনি রাখতে পারেন। অন্যতায় দুই সিটে যাত্রী পরিবহণ করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা শুরু থেকে কাজ করে আসছি। তবে যাত্রীরা সাধারণত বেশি ভাড়া দিতে রাজি নন। আবার কিছু কিছু বাসের ড্রাইভার দুই সিটেও যাত্রী পরিবহণ করেন। সব মিলিয়ে পরিবহনখাতে বর্ধিত ভাড়া নিয়ে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে।
আবুল কালাম আরও বলেন, আমরা সরকারের কাছে বারবার পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। অথচ প্রতিদিন পরিবহনের ভাড়া নিয়ে ছোট-বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। এজন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
সিলেট জেলার সকল রুটে গণপরিবহন গুলোকে পূর্বের নির্ধারিত ভাড়া আদায়পূর্বক চলাচল করতে আহবান করছি।
♦সংবাদটি শেয়ার করুন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।